মহাখালীতে বিনামূল্যে গণস্বাস্থ্যর মশারী এবং ঔষধ ভিতরণ

মহাখালীতে বিনামূল্যে গণস্বাস্থ্যর মশারী এবং ঔষধ ভিতরণ

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গু মশার আক্রমন বেড়ে গেছে, বিশেষ করে ঢাকা মহানগরে ডেঙ্গু রোগীর সংখা বেড়েই চলছে। ঢাকা উত্তর ও দক্ষিন সিটিতে স্বল্প আয়ের মানুষ,ফুটপাতের দোকানদার, হকার, রিকসা ও ভ্যান চালকদের মাঝে ডেঙ্গু মশার আক্রান্ত থেকে পরিত্রাণের জন্য গণস্বাস্থ্যে সহয়তা কেন্দ্র ১০ হাজার পরিবারের মাঝে মশারী ঔষধ বিতরণের কর্মসূচি নিয়েছে। ইতিমধ্যে ঢাকায় ২ সিটিতে ৮ হাজার পরিবারের মাঝে মশারী ও ঔষধ বিতর করা হয়েছে।

শুক্রবার ঢাকা উত্তর সিটি মহাখালী মডেল হাই স্কুলে সাততলা বস্তি, কড়াইল, টিবি গেইট, ওয়ারলেস গেইট এলাকায় গণস্বাস্থের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বল্প আয়ের মানুষ, রিকসা ও ভ্যান চালকদের পরিবারের মাঝে বিনামূল্যে মশারী ঔষধ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন এলাকার সমাজ সেবক মিজনুর রহমান মিজান, খুশির ঠিকানার উপদেষ্টা নাট্য পরিচালক শেখ রুনা, খুশির ঠিকানার শাহাজালাল সিয়াম প্রমূখ।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, গত ১৯ আগষ্ট গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা দক্ষিন সিটি যাত্রাবাড়ী থানয় মীর হাজীরবাগ আবু হাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে স্বল্প আয়ের মানুষ, রিকসা ও

ভ্যান চালকদের মাঝে ডেঙ্গু মশার আক্রান্ত থেকে পরিত্রাণের জন্য গণস্বাস্থ্যে সহয়তা কেন্দ্র মশারী এবং ঔষধ ভিতরণ কর্মসূচি উদ্বোধণ করেন।সে অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, “বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র একমাত্র প্রতিষ্ঠান যারা সুলভে গরীবের স্বাস্থ্যসেবা দেয়। আমরা চাই আপনারা চিকিৎসা পান, আপনার সন্তানরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক”।

২০০ টাকার বিনিময়ে গণস্বাস্থ্যের স্বাস্থ্যবীমা করার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম মিন্টু আরো বলেন, আপনারা সবাই গণ স্বাস্থ্যবীমা করবেন। রিকসা, ভ্যান চালক,

ফুটপাতের ছোট দোকানদার, হকাররা মাসে ২০০ টাকা অর্থাৎ দিনে ৭ টাকার বিনিময়ে গণস্বাস্থ্য কেন্দ্রে এই গণ স্বাস্থ্যবীমা করতে পারবে। ২৪ ঘণ্টার গণস্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ঘনবসতি এলাকায় এসে গরীব

অসহায়,হকার এবং রিকসা, ভ্যান চালক পরিবারের সদস্যদেকে সপ্তাহে ১ দিন বিনা পয়সায় গণস্বাস্থ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেয়।

নিন্ম ও সল্প আয়ের মানুষ, যারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে খাদ্য ও চিকিৎসার মত মৌলিক অধিকার থেকে। রাজধানীর এ সমস্ত নিন্ম ও সল্প আয়ের মানুষদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।

এস/এ