মেরী স্টোপস বাংলাদেশ এর নতুন কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ
নিজস্ব প্রতিবেদক: মেরী স্টোপস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন কিশওয়ার ইমদাদ।
বৃহস্পতিবার এএফপি (অ্যাডভান্সড ফ্যামিলি প্ল্যানিং) মিডিয়া এ্যডভোকেসির কো-অর্ডিনেটর তানজিনা পৃথার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জনাব কিশওয়ার হাসপাতাল পরিচালনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ১২ বছরের অভিজ্ঞতাসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় ২৫ বছরেরও বেশি সময় ধরে কর্পোরেট সেক্টরে অবদান রেখে আসছেন। মেরী স্টোপসে যোগদানের আগে তিনি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক এবং সামাজিক হেলথ সাইন্স ইন্সটিটিউট এন্ড রিসার্চ সেন্টার লিমিটেডে চীফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
কিশওয়ার ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবসা প্রশাসন ইন্সটিটিউট থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনায় মাস্টার্স এবং কানাডার টরোন্টোর জর্জ ব্রাউন কলেজ থেকে বিসনেজ মার্কেটিং এনালাইসিসে পোষ্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
উল্লেখ্য বিগত ৩০ বছর ধরে মেরী স্টোপস বাংলাদেশ, বাংলাদেশে ম্যাটারনিটি স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। মেরী স্টোপস বাংলাদেশ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যা ৪টি মহাদেশের (এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা) ৩৭টি দেশে সেবা প্রদান করে আসছে।
এস/এ