চট্টগ্রাম বিকেএসপিতে নবনির্মিত স্কোয়াশ ও কাবাডি ম্যাটের শুভ উদ্বোধন

চট্টগ্রাম বিকেএসপিতে নবনির্মিত স্কোয়াশ ও কাবাডি ম্যাটের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে নবনির্মিত স্কোয়াশ কোর্ট ও কাবাডি ম্যাট স্থাপনের শুভ উদ্বোধন করেন।

তিনি বিকেএসপিতে তাঁর হাত ধরে জাতীয় খেলা কাবাডি ও স্কোয়াশ খেলার অন্তর্ভূক্তিতে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন এবং এক সময়ের অত্যন্ত জনপ্রিয় খেলা কাবাডি যাতে হারিয়ে না যায় এবং নতুন সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করা যায় সেই লক্ষ্যে খেলাটিকে বিকেএসপিতে অন্তর্ভূক্তির মাধ্যমে এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়। তিনি বিশ্বাস করেন একদিন বিকেএসপির কাবাডি খেলোয়াড়রাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনবে।

পাশাপাশি স্কোয়াশ খেলাটিকেও বিকেএসপিতে অন্তর্ভূক্তির কারন ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী বলেন-একক ইভেন্টের এই খেলাটি আমাদের এই উপমহাদেশের একটি জনপ্রিয় খেলা। যে খেলা আমাদের তরুণদের ফিট রাখতে যেমন সহায়ক ভুমিকা পালন করবে তেমনি একটি ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাঁর মতে স্কোয়াশ খেলায় উপযুক্ত প্রশিক্ষণ পেলে ভারত ও পাকিস্তানের মতো আমাদের ছেলেরাও একদিন সাফল্য বয়ে আনতে পারবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য বিকেএসপি পরিচালনা বোর্ডের ৩১ ও ৩৩ তম সভায় কাবাডি ও স্কোয়াশ খেলা দুটিকে নতুন ক্রীড়া বিভাগ হিসেবে অনুমোদন দেয়া হয়। এছাড়াও ৩৩তম বোর্ড সভায় সম্ভাবনাময় খেলা হিসেবে স্কোয়াশ ছাড়াও ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভারোত্তোলন ও গল্ফসহ এই ৫টি খেলাকে বিকেএসপিতে অন্তর্ভূক্তির অনুমোদন দেয়া হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের সদিচ্ছা ও স্কোয়াশ ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এই ক্রীড়া ইভেন্টকে দ্রুত বাস্তবায়নের পথে নিয়ে যাওয়া সম্ভব হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভূমি অধিগ্রহণসহ একটি আধুনিক ও যুগোপযোগী ক্রীড়া কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা তুলে ধরেন। বন্দর নগরী চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হওয়া সত্বেও বিকেএসপির অন্যান্য আঞ্চলিক কেন্দ্রগুলো থেকে ছোট ও অন্যান্য দিক থেকে সুবিধা বঞ্চিত। তিনি প্রতিমন্ত্রী মহোদয়কে নগর বাসীর প্রত্যাশা পূরণে এবং তরুণ সমাজকে ক্রীড়ামূখী করার লক্ষ্যে আধুনিক বিকেএসপির একটি পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনায় তিনি চট্টগ্রাম বিকেএসপিতে একাডেমি ভবন, মেডিকেল ও ক্রীড়াবিজ্ঞান ভবন, মসজিদ, ট্রেনিজ হোস্টেল, স্টাফ ডরমেটোরি, অফিসার ডরমেটোরি, ক্রিকেট মাঠ সহ প্যাভিলিয়ন এবং ৩টি ক্রিকেট প্র্যাকটিস পিচ তৈরির রূপরেখা তুলে ধরেন। সবশেষে প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিকেএসপি ঘুরে দেখেন এবং আধুনিক চট্টগ্রাম বিকেএসপি বিনির্মাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল মো কামরুল ইসলাম বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মাজহার, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু নাছের ভূঁঞা, চট্রগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ. স. ম. জামশেদ খোন্দকার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সিটি কর্পোরেশন এর কাউন্সিলর বৃন্দ, চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ চট্টগ্রাম বিকেএসপির ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এস/এ