আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সতর্কতার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি: করোনা সংক্রমণের কারণে দীর্ঘ এক বছর পর বৃহস্পতিবার গণভবনে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
জানা গেছে, দলীয় সভাপতি শেখ হাসিনা দলের শীর্ষ নেতাদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিসহ নির্বাচনী ইশতেহার তৈরিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দলের তৃণমূলে যেসব দ¦ন্দ্ব রয়েছে তা নিরসন ও কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউ যেন কোনো অপকর্ম করে ছাড় না পান, সে বিষয়টি নিয়েও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। দলের বিভিন্ন উপ-কমিটিগুলোর সেমিনারের মাধ্যমে পরবর্তী নির্বাচনের যে ইশতেহার হবে, সেখানে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। সেগুলো আপডেট করার জন্য উপ-কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে স্বাস্থ্য ও শিক্ষায় কী কী অন্তর্ভুক্ত করবো তা তুলে ধরা হবে।
তিনি বলেন, মেইনলি ৮টি বিভাগের ৮ জন সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট নেত্রী শুনছেন। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক দেশে না থাকায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম চট্টগ্রাম বিভাগের রাজনৈতিক চিত্র তুলে ধরেন। কিছু কিছু ছোট-খাট কলহ বিবাদ আছে, সেগুলোও মীমাংসা করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি। পাবনায় গত পৌরসভা নির্বাচন উপলক্ষে অনেকেই বিদ্রোহ করেছেন। তারা ক্ষমা চেয়ে একটা চিঠি পাঠিয়েছেন ২০ জন নেতা। তাদের ক্ষমা করে দিয়েছেন শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে তা নিয়ে আলোচনা হয়েছে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ততই অপপ্রচারের মাত্রা বাড়ছে। এসব অপপ্রচারের জবাব দিতে হবে। চক্রান্তমূলক তৎপরতার বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, নোয়াখালীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। কোনও কথা হয়নি। সাংগঠনিক সম্পাদক স্বপন আলাপ-আলোচনা করে একটা কাঠামো তৈরি করেছে নোয়াখালীর কমিটি নিয়ে। এ ব্যাপারে নেত্রীও অবহিত আছেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর বলেন, সাংগঠনিক কাঠামোগুলোর ঘাটতি পুরন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতিসহ তৃণমূলকে শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন দলী সভাপতি শেখ হাসিনা।
এস/এ