কোটালীপাড়ায় মনোরম পরিবেশে ক্যাফে ৭১ ‌‌’র শুভ উদ্বোধন

কোটালীপাড়ায় মনোরম পরিবেশে ক্যাফে ৭১ ‌‌’র শুভ উদ্বোধন

কোটালীপাড়া, (গোপালগঞ্জ) প্রতিনিধি, সমীর রায়: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পশ্চিমপাড় প্রান কেন্দ্রে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় মনোরম পরিবেশে উদ্বোধন হলো “থাই- চাইনিজ, ফাস্টফুড, পার্টি সেন্টার & বাংলা রেস্টুরেন্ট”। ব্যতিক্রম কিছু করার স্বপ্ন থেকেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। বুধবার ( ৮সেপ্টেম্বর) সকাল ১০ টায় দোয়া মাহফিলের মাধ্যমে এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জনাব লুৎফর রহমান শেখ, মুক্তিযোদ্ধা জনাব তৈয়াবুর রহমান সরদার, মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর সহ রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক জানান- নিজ উপজেলায় নতুন কিছু করার আগ্রহ নিয়েই এ ক্যাফে ৭১ রেস্টুরেন্টে করা হয়েছ ।এখানে সকাল থেকে রাতঅবদি ক্যাফে ৭১ গ্রাহকদের সেবা দিয়ে যাবে। বিকেল ও সন্ধ্যার চমৎকার নৈসর্গ উপভোগ করার মাধ্যমে ফাস্ট ফুড ও চাইনিজ খাবারের জন্য এখানে অত্যন্ত চমৎকার পরিবেশ বান্ধব করা হয়েছে।

রেষ্টুরেন্টের মালিক ইসরাত জাহান জানান, এখানে বিয়ে,গায়ে হলুদ, বৌভাত, সুন্নতে খাতনা,জন্মদিনসহ যে কোন সামাজিক অনুষ্ঠানের ফ্রী হোম ডেলিভারির ব্যাবস্থা রাখা হয়েছে। এখানে বন্ধুত্বপূর্ণ সেবার মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করতে আমরা সচেষ্ট থাকবো। এখানে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, ব্যতিক্রমধর্মী আপ্যায়ন ব্যবস্থা নিয়ে এবং সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।এখানে শিশুদের খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। জায়গাটি হবে পরিবারের জন্য সুন্দর বিনোদনের মাধ্যম।

এসময় অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। এবং মনোরম পরিবেশে খাবার গ্রহনসহ ভিতরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার কথা ব্যক্ত করেন।ক্রেতাদের চাহিদানুযায়ী খাবারের মেন্যু রাখা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্যাফে ৭১ খোলা থাকবে।

ওই রেস্টুরেন্টে স্যান্ডউইচ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ, ফিস ফিংগার , লাচ্চি, ফালুদা, পিৎজা, ফ্রায়েড চিকেন, চিকেন রোল, চিকেন স্যুপ, চিকেন ফ্রাই, চাওমিন, চিকেন মাসালা, চিকেন সিজলিং, ক্রাব ফ্রাই, কাচ্চি, কফি, সফট ড্রিংকসসহ নানা স্বাদের খাবার ও পানীয় মেলে। এখানে বার্থ ডে পার্টি বা গ্রুপ মিটিংয়ের আয়োজনও করা যাবে । এছাড়াও অনলাইনে অর্ডার ও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা ফিতা কেটে এর উদ্বোধন করবেন।

এস/এ