পাবনায় প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্চিতের ঘটনায় আইইবি’র প্রতিবাদ

পাবনায় প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্চিতের ঘটনায় আইইবি’র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তারকে শারীরিকভাবে লাঞ্চিতের ঘটনায় দেশে প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ. এই দাবি জানান।

বিবৃতিতে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ. বলেন, গত ০৬ সেপ্টেম্বর আইইবি’র সম্মানিত সদস্য ও পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার সরকারি দায়িত্ব পালনকালে নির্বাহী প্রকৌশলীর কক্ষে জনৈক ঠিকাদার মোকছেদুল আলম নয়ন (স্বত্তাধিকারী- মেসার্স নূর কনস্ট্রাকশন) কর্তৃক শারীরিকভাবে লাঞ্চিত হয়েছেন। সরকারি দায়িত্ব পালনকালে ঠিকাদার কর্তৃক প্রকৌশলীর উপর শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।

বিবৃতিতে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক আরো বলেন, সরকারি দায়িত্ব পালনকালে ঠিকাদার কর্তৃক প্রকৌশলীর ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। প্রকৌশলীদের ওপর হামলার এরকম ঘটনার দ্রুত বিচার না হলে কিংবা একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দেশের সার্বিক উন্নয়নে বিঘ্ন ঘটবে বলে আইইবি মনে করে। দেশের উন্নয়ন কার্যক্রমকে নির্বিঘ্নে সচল রাখতে মাঠপর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষী রাষ্ট্রীয়ভাবে প্রদান করা এখন সময়ের দাবী।

আইইবি’র মুখপাত্র আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় দেশের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে দেশব্যাপী প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই করোনাকালীন সময়েও ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ এবং ডেল্টাপ্ল্যান-২১০০ বাস্তবায়নে সম্মুখ যোদ্ধা হিসেবে প্রকৌশলীরা দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে। কিন্তু আমরা চরম পরিতাপের সাথে লক্ষ্য করছি দেশের সুনামের সাথে কর্মরত প্রকৌশলীরা বিভিন্নভাবে শারিরীক নির্যাতন ও মানসিক অত্যাচার, গ্রেফতার, রিমান্ড ও হত্যাকান্ডের স্বীকার হচ্ছেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং একই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

এস/এ