পুলকিত মন
—হাওলাদার বেলাল
শ্রাবনের ধারা ঝড়ে ঝড় ঝড় ;
পুলকিত হিয়া নাচে, নাচে অভিরাম!
হিল্লেল হৃদয় পুলকিত মন
কতো যে নিশি করি জাগরণ ;
পিউ পাপিয়ার ডাক নাহি
থাকে ক্ষনে-
কোলা ব্যাঙ ডাকে শুধু
ডাকে ক্ষনে ক্ষনে!
চারিদিক নিস্তব্ধ নাহি শব্দের লেস;
এই শ্রাবনে কতো স্বপ্ন বাঁধে বুকেতে,
নকশীকাঁথা সেলাইয়ের পড়ে যায় ধুম,
কারো আবার রাত্রি কালে
চোখে নেই ঘুম,
কেউবা আবার বোনে শীতল পাটি কাথা,
কারো নাকফুলে থাকে
চাপা ভালোবাসা ;
শ্রাবন আসে যায় প্রতি বছরের ন্যায়,
শুধু বদলায় মানুষের মন
বদলায় ক্ষনে ক্ষনে শুধুই বদলায়!
লেখক:সাংবাদিক