স্বপ্ন নির্মাণ

স্বপ্ন নির্মাণ

রনজিত বিশ্বাস

করছো বাড়ি উঁচু করে,
হিসাব করছো কষে।
একবার যদি কম্পন আসে,
পরবে সবি ধষে।

ইটের পরে ইট রেখে,
করছো জমিন ভারী।
ইটের মান নিম্ম হলে,
দেবে কিন্তু ছাড়ি।

নিম্ন মানের রড যদি,
করো ব্যাবহার।
ভবিষ্যতের চিন্তা তোমায়,
করবে চুরমার।

ভাড়ার কথা চিন্তা করে,
রুম করছো ছোট।
সবাই কিন্তু মানুষ,
বিবেক তোমার খাটো।

টাকা দিয়ে প্লান যদি,
করো তুমি পাশ।
উপযুক্ত না হলে জায়গা,
হবে সর্বনাশ।

বেজ যদি ভালো করে,
না দাও তুমি গাঁথুনি।
সারাজীবন চিন্তা তুমি,
করবে দিন রাত্রী।