আর্তনাত
হাওলাদার বেলাল
আমি সূর্য! কিরণ বিলিয়ে
সারা দিবাকর থাকি
আলোর মিছিলে!

আলো বিলিয়ে পশ্চিম গগনে,
বিলিন হয়ে যাই।
পরদিন প্রভাতে সৃষ্টি কর্তার
ইশারায় উদিত হই!
শুরু হয় নিরলস আলো
দেওয়ার পালা।
আমার আলোতে প্রকৃতি সাজে নব রুপ,
দুরান্ত কিশোর পায় উন্মাদনা,
ক্লান্ত পথিক খোঁজে শান্তির নীড়!
পল্লী বধূর ঘোমটার ফাঁকে
থাকে পিপাসার আর্তনাত,
থাকে অকুতোভয়,
আমার সাথে বৈরি করে ধেনু!
মুহূর্তে আমার রশ্মি বিলিন করে দেয়,
কেন আমাকে বিলিন করো?
আমাকে বিলিন করে!
তোমার কি লাভ ভাই।
লেখক: সাংবাদিক