নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে র‌্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :  নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ছয় নম্বর পজিশনে উঠে গেলে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতে দশ নম্বর পজিশন থেকে সাতে উঠে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ২০ রান। বোলিং দায়িত্বে মোস্তাফিজুর রহমান। প্রতি বলে রং পাল্টানো ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ ৪ রানে জয় তুলে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে। অতিথিদের অধিনায়ক টম ল্যাথামের অপরাজিত ৬৫ রান পরাজয়ের মাঝে শান্তনার মলম হিসাবে কাজ করেছে। ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে বলের সঙ্গে রানের পাল্লায় শুরু থেকেই পিছিয়ে পড়ে ব্লাকক্যাপস। বাংলাদেশ টসে জিতে যেখানে উদ্ভোধনী জুটিতে করেছিল ৫৯ রান সেখানে ১৬ রানেই নিজেদের প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। টাইগার বোলারদের সামলানো পরিক্ষায় নিজেদের উন্নতির করেছে কিউরা। প্রথম ম্যাচের ৬০ রানে অলআউটের পরে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ১৩৭ রান তুলতে পারাই যেন তার প্রমাণ। বাংলাদেশের পক্ষে মাহাদী ও সাকিব ২টি এবং নাসুম ১টি উইকেট নিজেদের ঝুলিতে পুরে নেয়।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে ম্যজাসে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামে টিম টাইগার।

মাহমুদউল্লাহ রিয়াদ-মোহাম্মদ নাঈম-লিটন দাসের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডকে ১৪২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলার দামাল ছেলেরা। ৬ উইকেট হারিয়ে রিয়াদেরা সংগ্রহ করে ১৪১ রান।

ম্যাচ সেরা মাহমুদউল্লাহ ৫টি চারে ৩২ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া মোহাম্মদ নাঈম ৩৯ বলে ৩৯, লিটন দাস ২৯ বলে ৩৩ রান করেন। মুশফিক ০ আফিফ ৩ রানে ফেরেন। সাকিবের ব্যাট থেকে আসে ১২ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাচিন রবীন্দ্র।

আগামী ৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে বাংলাদেশ সিরিজ নিজেদের করতে মরিয়া হয়ে মাঠে নামবে। অন্য দিকে নিউজিল্যান্ড চাইবে ঘুরে দাঁড়াতে।
এস/এ