চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ আছে কি নেই সমাধান হওয়া জরুরি!
সমীরণ রায়
দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে হত্যাকাণ্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নেপথ্যে ছিলেন কি না? পঁচাত্তর পরবর্তী জিয়াউর রহমানের কর্মকাণ্ড প্রমান করে ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনিও একজন। সেটি যদি হয়, তাহলে তার বিচার হবে না কেন? এমন প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে।
বাংলাদেশের আইনে মৃতব্যক্তির বিচার হওয়ার কোনো আইন নেই। তাহলে জিয়াউর রহমানের বিচার কি আদৌ হবে? হ্যা হতে পারে। যেহেতু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারা নতুন আইন পাশ করে মৃত ব্যক্তির বিচারের আইন প্রনয়ন করতে পারে। দেশের জনগণ চায়, জিয়াসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হোক।
ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জিয়াউর রহমানের কবরে লাশ নেই। প্রধানমন্ত্রী এমন কথা বলার পর, এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক নেতারাও চান এই প্রশ্নের অবসান হোক। আওয়ামী লীগের বিভিন্নপর্যায়ের নেতারাও এনিয়ে একের পর এক কথা বলছেন। পাল্টা জবাব দিচ্ছে বিএনপির নেতারা। এখন কবরে জিয়ার লাশ আছে কি নেই, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায়। তাই জিয়ার কবরে লাশ আছে কি নেই। তার একটা সমাধান হবে বলে বিশ্বাস করি। আর এটি না হলে দেশের জনগণের মধ্যে এ প্রশ্ন থেকেই যাবে। অবিলম্বে সরকার উচিত, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ আছে কি নেই তার সমাধান করা।
এস/এ