হে পিতা
আ শ রা ফু ল ই স লা ম
হে পিতা
আগষ্ট এলেই তোমার কথা মনে পড়ে
সব বাঙালির হৃদয় মাঝে রক্ত ঝরে।
আগষ্ট এলেই শোঁকগাথা আর
শপথ নেওয়ার সময় আসে
সুযোগ পেলেই প্রেতাত্মরা
আর যেন না ছোবল মারে।
হে পিতা
আগষ্ট এলেই ডাক শোনা যায় রেসকোর্সের
চলো ছুটে যাই ডাক এসেছে
স্বাধীনতা স্বাধীকার মুক্তিযুদ্ধের।
আগষ্ট এলেই স্বপ্ন দেখে দামাল ছেলে
তোমার মত করবো সেবা
নতুন করে সুযোগ এলে।
হে পিতা
আগষ্ট এলেই আর কান্না নয়
নয় কোন স্মৃতির সোপান
সব শোক শক্তিতে আজ হোক মহিয়ান।
তুমি ঘুমাও মায়ের কোলে পরম সুখে টুঙ্গিপাড়ায়
আদর্শকে ধারণ করে নিশ্চিন্ত আর নির্ভাবনায়
আমরা আছি জেগে তোমার
হাজার কোটি মানস সন্তান।।
এস/এ