অপরাজিতা

অপরাজিতা

আ শ রা ফু ল ই স লা ম

তোমাকে অপরাজিতা ভাবতেই ভালো লাগে
তোমার অসীমতায় যেন কেবলই স্বপ্নেরা রাগে
ইচ্ছেগুলো তোমার ঘুরে বেড়াক ডানা মেলে
মেঘ মল্লার লুকোচুরিতে যেমন বজ্রশক্তি জাগে।
চারিদিকে যত থাক মোহনীয় রাত; কুহুকিনি ডাক
হে মহিয়সী তোমার লক্ষ্যে তুমি থাকো অবিচল।
আসুক যতই ঝড় ও ঝঞ্জ্বা, দূর্গম পারাবার
পাহাড়ের কাছ থেকে দীক্ষা নাও মাথা উঁচু করে দাড়াবার।
তুমি তো মঙ্গলময়ী দূর্গতনাশিনী সুজলা-সুফলা
ভরে তোল ফসলের মাঠ
আবাদ করে যে কৃষক সেই হয় ক্ষেতের মালিক
তোমার তাতে নেই কোন অধিকার।
সত্যিই কী তুমি কেবলই অবলা; অর্বাচীন একেলা
পৃথিবীর কোন ভাষাই কী জানা নেই তোমার
কোন বিদ্যা বুদ্ধিই কী নেই কোন পাঠশালার
তোমার ভেতরে দেখি জ্বলে দ্রোহের আগুন;
বাইরে কেন এতো শীতলতার হিমাগার?
তুমি জেগে ওঠো হে নারী ঝেড়ে সব দ্বিধা ভয়
তুমিই তো অপরাজিতা; পরাস্ত হবে সবাই
তোমার অসীম ক্ষমতায় দেখবে বিশ্ব করেছো জয়।
এস/এ