ভালো থেকো প্রেয়সী

সমীরণ রায়

ভালো থেকো প্রেয়সী

সমীরণ রায়

তোমার চোখে আমি দেখেছি মায়ার স্বপ্ন,
তোমার ঠোঁটে দেখেছি মায়ার অট্ট হাসি,
আমি বার বার তোমাকে চেয়েছি,
কিন্তু তুমি চাওনি।

তোমার হাতের তালুর রেখায় আমাকে বারবার এঁকেছি,
তুমি দেখতে পাওনি।

তোমার বুকে আমার প্রতিচ্ছবি দেখেছি,
তুমি আচ করতে পারোনি।

তোমার উদরে আমার বসবাস,
তুমি টের পাওনি।

তোমার নিতম্বে আমার স্পর্শ,
তুমি হৃদয় দিয়ে অনুভব করোনি।

তোমার স্তন আমাকে বারবার ডেকেছে, আমি যাইনি। তুমি তাও টের পাওনি।

তোমার বিশাল দেহ, আমার স্পর্শ চেয়েছে,
তুমি বোঝনি, আমিও বুঝতে চাইনি।

আমি তোমার, চোখ, ঠোঁট, ভ্রু, চুল, স্তন, নাভীমূল, নিতম্ব কিছুই চাইনি, চেয়েছি তোমাকে।

চেয়েছি, তোমার হৃদয়, তোমার শীতল হাতের স্পর্শ।

ভালো থেকো প্রেয়সী।

তোমার আমার পথ যতই দূর বহুদূর হোক, থাকতে চাই এক সঙ্গে।
এস/এ