” ভার “

শিখা রানী বিশ্বাস

” ভার ”

শিখা রানী বিশ্বাস

আমি ভীষণ ক্লান্ত প্রানান্ত পথ!
আমার চারিপাশে যাহা কিছু আছে
সবই মোর কাছে যন্ত্রণাময়
তব চলার পথে রহিছে বসিয়া
অতিব নিঃষ্ঠুর প্রকৃতিময়।

ভার সহিবার শক্তি সেতো আজ
বারেক ক্ষনিকের পারে মাত্র লেশ,
জানিবে নিশ্চয় ক্লান্তির আবেশ
মিলাইবে শেষে হেরি অমানিশে
আনিবে নিজেরে নিবেশ আবেশে।

যত্ন করে গড়িয়ে চলিছো
ক্ষনিক বিফল তৃষিত ভারে
রহিবো পড়ি লোকচক্ষুর অন্তরালে
স্মৃতিরা যদি লয়ে তারি সাথে
শক্তি সেতো ক্ষনিকের তরে।

দীর্ঘশ্বাসে নিয়ম নিঃষ্ঠুর বানে
সব বন্ধন ব্যর্থ হয়ে সপিছে
ক্লান্তিহীন মন্ডকের কন্দপ-কূপে
যন্ত্রনায় জর্জরিত বিন্দু বিন্দু হয়ে
ঝড়িছে অন্ধ আলো চক্ষুর কোনে।।