ওগো নীলাম্বরী কষ্টটাই
রেখে গেলে আমার
আ শ রা ফু ল ই স লা ম
ওগো নীলাম্বরী…
হয়তো থেমে যাবে সব কোলাহল
থমকে দাড়াবে সাগরের নীল জল
আমার লাল নীল কষ্টগুলো, আর নীলাকাশ
সব মিলেমিশে হবে একাকার।
আহা নীলাম্বরী….
একদা যত কষ্ট ছিলো আমার
তোমাতে বিলীন হয়ে যেতো একাকার
আজ তুমি নেই; তাই সব কষ্ট শুধুই আমার
আজ আমি যতই কষ্টে লাল নীল হই
কীইবা আসে যায় কার?
নীলাম্বরী মনে কি আছে তোমার
কষ্টের যত রঙ আর ভালেবাসায়
দু’জনই ভাসতাম সুখের সফেদ ফেনায়
সাগর তীরে হাত ধরাধরি করে
ভাসিয়ে দিতাম তা দুর নীলিমায়।
নীলাম্বরী আজ তুমি সুখটাকেই বেছে নিলে
শুধু কষ্টটাই রেখে গেলে আমার।
তবুও কোন আফসোস নেই তাতে আমার
শুধু তুমি সুখী হও
পৃথিবীতে সবাইতো আর আসে না সুখী হতে
কেউবা আসে এ মরণ জ্বালা সইতে।
এস/এ