জিয়ার কফিনে লাশ থাক বা না থাক, বিএনপি এখন পলিটিক্যালি ডেডবডি: নৌ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন দরকার। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত জানা দরকার। তাহলেই জানা যাবে কফিনে কী আছে। জিয়ার লাশ নিয়ে টানাটানি হচ্ছে। কফিনে জিয়ার লাশ সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্য তথ্যভিত্তিক। তবুও মির্জা ফখরুল হাস্যকর বলছেন। তার চিকিৎসা করানো দরকার।
রোববার রাজধানীর বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পরিষদ বারডেম শাখা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সেদিনের সেই ঘটনায় অনেক মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। হত্যা করা হয়েছে। সেই সময়ে যারা বেঁচেছিলেন তারা পরবর্তীতে অস্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। সেগুলো এখন বড় প্রশ্ন। কাজেই সেটারও একটা রহস্য উদ্ঘাটন করা দরকার।
এস/এ