মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

খালিদ মাহমুদ চৌধুরী

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষকদের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। ২০০৮ সালের পর আবার কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়। কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে।

শনিবার ৫০ শয্যা বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েনি। আমরা শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে নৌ-প্রতিমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংক বোচাগঞ্জ শাখার সৌজন্যে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার দেন।
এস/এ