ডাক্তাররা আমাকে বলেছে ক্রিকেট থেকে দূরে থাকতে : নাজমুল হাসান পাপন

ডাক্তাররা আমাকে বলেছে ক্রিকেট থেকে দূরে থাকতে : নাজমুল হাসান পাপন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে বোর্ড সভাপতির দায়িত্বে রয়েছেন নাজমুল হাসান পাপন। আগামী ১ সেপ্টেম্বর বোর্ড সভাতে নির্ধারিত হবে পরবর্তী নির্বাচনের তারিখ। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত না নিলেও বোর্ড প্রধান বলেছেন, ডাক্তাররা তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বোর্ড সভাপতি বলেন, ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে, ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি।

প্রায়শই বাংলাদেশের হারে হতাশা আটকে রাখতে পারেন না তিনি। সংবাদ মাধ্যমে ক্রিকেটারদের সমালোচনা করে বক্তব্যও দিতে দেখা যায় তাকে। কিন্তু নিজের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, আমার একটা খারাপ দিক হলো বাংলাদেশ হারলে আমি নিতে পারি না। কারণ হারলে আমার মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। আমার মতো আরও অনেকেই আছে যারা হার মেনে নিতে পারে না।

এজিএমে নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও বোর্ড সভাপতি বলেছেন, অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, আমরা এজিএমে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১ সেপ্টেম্বর বোর্ড সভাতে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। আমরা খুব দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।
এস