কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
কোটালীপাড়া, (গোপালগঞ্জ), সমীর রায়: গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঘাঘর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১২ টায়।
এসময় জননী ফার্মেসি, ত্রিনাথ বস্রালয়, সাহা সু স্টোর, খন্দকার বুক হাউজ,সুমাইয়া গার্মেন্টস, ফ্যাশন পয়েন্ট ও ফ্রেন্ডস কম্পিউটারের দোকান পুড়ে ছাই যায়।
এসময় ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট এসে দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘাঘর বাজার বনিক সমিতির সভাপতি মাণিক লাল সাহা বলেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা করা হয়, তাহলে দোকান মালিকরা গুরে দাড়াতে পারবেন।।
এস