ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৮

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৮

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছে। শুত্রবার এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে জানা যায়, চরনিখলা গ্রামের রফিকুল ইসলামগংদের সাথে আনারুল হক গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার ওই বিরোধপূর্ণ জমির দেখে রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলাম পাশে রাস্তায় আসারপর আনারুল হকদের লোকজনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপনেয়।

এতে নজরুল ইসলাম, জোবায়ের, ফাতেমা খাতুন, আকলিমা আক্তার, হাজেরা খাতুন, হাওয়া আক্তার, আহত হয়। তাদেরকে প্রথমে ঈশ্বরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। নজরুল ইসলাম ও ফাতেমা খাতুনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিংৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

অভিযোগকারী রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, জমি নিয়ে একাধিকবার শালিস করা হলেও আনারুলরা তা মানতে চায় না। তিনি আরো জানান, জমির বিআরএস ও জমা কারিজ করা আছে আমাদের নামে।

এবিষয়ে আনারুল হকের সাথে কথা হলে তিনি বলেন, জমি নিয়ে বিরোধের একারণেই সংঘর্ষ হয়েছে। এতে সুজন ও বোরহান আহত হয়েছে। তাদের ময়মনসিংহে চিকিৎসা দেয়া হচ্ছে।
এস/এ