ঈশ্বরগঞ্জে মাদক চুরি জুয়ার অভিযোগে আটক ২১
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক ব্যবসা চুরি ও জুয়ার অভিযোগে ২১জনকে আটক করা হয়েছে পুলিশ। শুক্রতার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। তারুন্দিয়া ইউনিয়নের সাকুয়া গ্রামের ইয়াসিনকে চুরির মামলায়, পৌর এলাকার চরনিখলা থেকে ৭০গ্রাম গঁজাসহ সুজন সিংহ ও স্বপন রাজভর, সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের ইসলাম উদ্দিনকে ১৫পিচ ইয়াবাসহ আটক করা হয়।
জুয়া খেলার অভিযোগে জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের মাসুদ, রমজান, সুজন, জাকির হোসেন, বাঁশাটি গ্রামের নাজিম উদ্দিন, আজিম উদ্দিন, রাকিব, খোকন, রমজান, আল আমিন, বিল্লাল, জাটিয়া চরপাড়া গ্রামের আল আমিন, শামছুল হক, কাজল মিয়া ও একই ইউনিয়নের পাইশকা গ্রামের আবু সাঈদকে আটক করা হয়েছে। এছাড়াও নশিমুল গ্রামের এরশাদ ও সুজন মিয়াকে নন এফআইআর মামলায় আটক করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, আটককৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এস/এ