২২ আগস্ট থেকে আগাম জামিন আবেদনের শুনবেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার পরিস্থিতিকে কেন্দ্র করে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার পর আগামী ২২ আগস্ট থেকে আগাম জামিনের শুনানির পথ উন্মোচন করলো সুপ্রিম কোর্ট প্রশাসন।
এতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি নেওয়া হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলো শুনানির বিষয়ে সময় নির্ধারণ করবেন।
আগাম জামিনের ক্ষেত্র আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয়, বিধায় করোনা পরিস্থিতে দীর্ঘদিন ধরে এর শুনানি বন্ধ রেখেছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এস/এ