শেখ মুজিব

প্রাণকৃষ্ণ বিশ্বাস

শেখ মুজিব

—প্রাণকৃষ্ণ বিশ্বাস

মধুমতী নদীর ধারা ঘাঘর তীরের পূবাল বায়
হিজল তমাল কৃষ্ণচূড়া আম কাঁঠালের শ্যামল ছায়।
পদ্মপুকুুর পিয়াল শিমুল পলাশ ঘেরা ছোট্টগ্রাম
শেখ মুজিবের জন্মভূমি টুঙ্গিপাড়া তীর্থধাম।

উনিশশত বিশ সালের সতের মার্চে জন্ম মহান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সায়েরা খাতুন শেখ মুজিবের রত্নগর্ভা মাতা
শেখ লুৎফর রহমান এই ধন্যি ছেলের পিতা।

বাংলার খোকা বাঙালির এক বিস্ময় দুর্বার
ছোট্ট বেলার হাজার স্মৃতি গৌরব মহিমার।
গ্রামের মানুষ কষ্টে আছে জানলে খোকা তায়
গোলার ধান বের করে ঠিক দিত তাদের ঠাঁয়।

চাল ডাল নেই যার বাড়িতে তাকে পৌঁছে দিয়ে
সকাল বিকাল ভর দুপুরে ঘুরতো এসব নিয়ে।
প্রবল শীতের শীতার্তকে নিজের গায়ের চাদর
গরম কাপড় দিয়ে খোকা করতো সবায় আদর।

নিজের খাবার তুলে দিতেন অনাহারীর মুখে
এমনি খোকার ছেলেবেলা ছিলো মহা সুখে।
দেশমাতৃকার কল্যাণটা খোকার ছিল চাওয়া
সোনাছেলের সোনাহাতে পূর্ণ চাওয়া পাওয়া।

সেই খোকাই বিশ্ব বন্ধু বাঙালি জাতির পিতা
স্বাধীনতার ঘোষক তিনি সব বাঙালির মিতা।
স্বাধীনতার ঐ স্থপতি শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধুর অমর কীর্তি রবেই বিশ্বে বহমান।

যতকাল আছে বাঙালি জাতি বাংলার গতিধারা
এই বাংলার আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা,
নদী গিরি বন পাখি ফুল ফল কবিতা গল্প গান
শেখ মুজিবুর সব অনুভবে বাঙালির মহাপ্রাণ।

__ আহবায়ক, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ,পিরোজপুর .
জেলা শাখা।