আজও বাংলাদেশের অস্ত্র হবে স্পিন ও মোস্তাফিজ

আজও বাংলাদেশের অস্ত্র হবে স্পিন ও মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে। জয়ের খোঁজে থাকা অস্ট্রেলিয়া আজ সিরিজ বাঁচাতে মাঠে নামবে।

অস্ট্রেলিয়ার কাছে মোস্তাফিজুর রহমান বড় ধাঁধা হয়ে আছেন। তাকে সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান সাংবাদিক অ্যাস্টন আগারকে প্রশ্ন করেছিলেন, মোস্তাফিজুর রহমান দ্রুতগতির স্পিনার নাকি ধীর গতির পেসার। আগার উত্তর দিয়েছেন, ও দুর্বোধ্য বোলার। শুধু মোস্তাফিজ না, স্পিনার সাকিব, নাসুম ও মেহেদীকে সামলনোরও পথ খুঁজতে তারা।

অস্ট্রেলিয়া পেশাদার ও ফাইটার দল। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো মুহূর্তে তারা ঘুরে দাঁড়াতে পারে। আত্মতৃপ্তিতে ভুগলেই সর্বনাশ। তাইতো বাড়তি সতর্ক বাংলাদেশ। সিরিজ জয়ের মিশনে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন না ভেঙে বাংলাদেশ এগোতে চায় আপন ছন্দে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে বাংলাদেশ জিতলেও ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। দ্রুত ওপেনাররা আউট হয়ে গেলে প্রভাব পড়ে পুরো দলের ব্যাটিংয়েই। বেড়ে যায় চাপও। তৃতীয় ম্যাচে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরুর দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই বাংলাদেশ নিশ্চিত করবে সিরিজ; তাই আছে বাড়তি দায়িত্বও।

আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। স্কোরবোর্ডে ভালো পুঁজির জন্য দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের ব্যাটে রানের কোনো বিকল্প নেই। প্রথম দুই ম্যাচে দ্রুত উইকেট পড়ার পর সাকিব আল হাসান তিনে ৩৬ ও ২৭ রান খেলে সামাল নিয়েছিলেন।

দুই ম্যাচেই সৌম্য সাজঘরে ফেরেন শুরুতেই। প্রথম ম্যাচে ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ২ রানে বোল্ড হন হ্যাজলউডের বলে। এরপর পার নাঈম-সাকিব, সাকিব-মাহমুদউল্লার ছোট ছোট জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠা যায় কিছুটা।

এদিকে আজ অস্ট্রেলিয়া বধে বাংলাদেশের প্রধান অস্ত্র হবে স্পিন ও মোস্তাফিজ। টসে জিতে বাংলাদেশ প্রথম ফিল্ডিং বেছে নিতে পারে। টিম অস্ট্রেলিয়াকে ১৩০ থেকে ১০৪ রানে আটকে রাখতে পারলে সিরিজ জয়ে বাংলাদেশকে খুব বেশি বেগ পেতে হবে না। অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ হবে বাংলাদেশের বোলারদের সামালানো। প্রথম ম্যাচে ক্যাঙ্গারুরা করেছিলো ১০৮ ও দ্বিতীয় ম্যাচে ১৩১। আজ তৃতীয় পিচে খেলা হবে। এই উইকেটে ১৫০ রান এভারেজ। সিরিজ বাঁচানোর চাপ নিয়ে অতিথিরা নামবে মাঠে অন্য দিকে প্রথমবারের মত হলুদ বাহিনির বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যয়ে আত্মবিশ্বাসের পরিপূর্ণ টিম টাইগার।
এস/এ