লকডাউনে বুড়িগঙ্গায় নেই নৌ-চলাচল, বদলে গেছে পানির রঙ
নিজস্ব প্রতিবেদক: করনো সংক্রমণ রোধে চলছে সরকারি বিধিনিষেধ। এতে সারা দেশের নৌযান বন্ধ রয়েছে। ফলে সদরঘাটে এখন আর কোনো হাক-ডাক নেই। নেই মানুষের কোলাহল। যেখানে আগে বুড়িগঙ্গা নদীর পানির কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে উৎকট গন্ধের কালো পানি। কিন্তু লকডাউনের কারণে বদলে গেছে বুড়িগঙ্গার পানির রঙ ও গন্ধ।
সদরঘাট ঘুরে দেখে গেছে, লকডাউনের কারণে বুড়িগঙ্গার পানিতে আগের মতো দুর্গন্ধ নেই। পানির রঙ এখন আর ঘন কালো নেই। নৌযানগুলো নদীর বিভিন্ন অংশে নোঙর করে অলস পড়ে আছে। নৌযান চলাচল বন্ধ থাকায় নদীতে দূষণ কমেছে। একইসঙ্গে বর্ষার পানির প্রবাহে বুড়িগঙ্গার দুর্গন্ধযুক্ত কালো ময়লা পানি সরে গেছে। বুড়িগঙ্গা এখন দুর্গন্ধহীন।
দেখা গেছে, বদলে যাওয়া পানিতে সদরঘাট টার্মিনাল এলাকায় শিশুদের ঝাঁপ দিয়ে শৈশবের দুরন্তপনায় মেতে উঠছে। পানি বদলে যাওয়ায় বুড়িগঙ্গায় মাছ আসতে শুরু করেছে। সদরঘাট এলাকায় কয়েকজনকে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। বড়শি দিয়ে মাছ ধরতেও দেখা গেছে কয়েকজনকে।
সদরঘাট টার্মিনাল থেকে ডিঙি নৌকায় যাত্রী পরিবহন করেন কাশেম মজুমদার। তিনি বলেন, নদীর পানি বদলে গেছে। এখন আর পানিতে দুর্গন্ধ নেই। এখন আর আগের সেই কালো ময়লা পানিও নেই।
সদরঘাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদ বলেন, বর্ষার নতুন পানির প্রবাহ আগের ময়লা পানি সরিয়ে দিয়েছে। অনেক দিন ধরে লকডাউন চলছে। লকডাউনে নৌযান চলাচল বন্ধ থাকায় নদীতে দূষণ কমেছে।
এস/এ