বীরগঞ্জে করোনা ২১ হাজার ৬’শ জনকে করোনা ভ্যকসিন দেওয়ার সিদ্ধান্ত

বীরগঞ্জে করোনা ২১ হাজার ৬’শ জনকে করোনা ভ্যকসিন দেওয়ার সিদ্ধান্ত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৭-১০ আগষ্ট পর্যন্ত ১৮ বছরের উপরে ২১ হাজার ৬ শত জনকে করোনা ভ্যাকসিন (টিকা) প্রদান করার সিন্ধান্ত গ্রহন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামাল হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরীর হেলাল, শতগ্রাম ইউপি চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন ও সকল ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধানগন সহ সাংবাদিক ও অন্যরা উপস্থিত ছিলেন ।

এ সময় সভায় জানানো হয়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ আগষ্ট থেকে ১০ আগষ্ট পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৮ শত জন করে ও পৌরসভা সহ ১৮ বছরের উর্দ্ধে বয়সের মোট ২১ হাজার ৬ শত জনকে করোনা ভ্যাকসিন প্রদান করার সরকারী সিন্ধান্ত রয়েছে।

এস/এ