অধ্যক্ষ মন্টু বর্মণের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ছোট ভাই

অধ্যক্ষ মন্টু বর্মণের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক: সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মন্টু চন্দ্র বর্মণের সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করেছে তার ছোট ভাই দীপক চন্দ্র বর্মন।

রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে দীপক চন্দ্র বর্মণ বলেন, গত ১৩ জুলাই থেকে মন্টু চন্দ্র বর্মণ নিখোঁজ রয়েছেন। এরই প্রেক্ষিতে গত ২২ জুলাই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি নম্বর ২১৩১। এছাড়া র‌্যাব-৪ এ বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছি না। তারা এ ব্যাপারে তৎপর নয়। এমনকি পরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করলে কোনো প্রকার সহযোগিতামূলক আচরণ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, স্কুল অ্যান্ড কলেজের সভাপতি রবিউল ইসলাম এবং পরিচালক আব্দুল মোতালেব জড়িত থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। কারণ রবিউল ইসলাম ঘটনার পর থেকে তার ফোন বন্ধ রেখেছে।

দীপক বলেন, গত সাত বছর ধরে মন্টু বর্মন ঢাকা আশুলিয়া থানার জামগড়া এলাকায় বসবাস করছেন। আগে তিনি আমিন মডেল টাউন স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। এরপর ২০১৯ সালে তিনি ও তার তিন সহকর্মী মিলে মো. জাহিদুল ইসলামের বাসা ভাড়া নিয়ে রেসিডেন্সিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।

রবিউল ইসলাম প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আব্দুল মোতালেব পরিচালক। স্কুল প্রতিষ্ঠার পর থেকে আমার ভাই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এস/এ