অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে দুটি চ্যানেলে

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে দুটি চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। ঢাকার একটি হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভিতে।

এছাড়া র‌্যাবিটহোল স্পোর্টসের ওয়েবসাইটেও পাঁচটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। প্রতিটি ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

অস্ট্রেলিয়ার দল : অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।
এস/এ