বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংস্কৃতিক বিল্পবে অংশ নিন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংস্কৃতিক বিল্পবে অংশ নিন

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, একটি সফল সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে গড়ে উঠতে পারে একটি অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক বাংলাদেশ। বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ সংগ্রাম শুধু স্বাধীনতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর লক্ষ্য ছিল অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জন। কিন্তু বঙ্গবন্ধু অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য সুপরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে গড়ে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণের পাশাপাশি বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নও করেছিলেন। বাংলাদেশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি শক্ত ভীতের ওপর দাঁড় করিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলে দীর্ঘ ২১ বছর দেশের বিজ্ঞান ও প্রযুক্তির পথে পথ চলা থেমে যায়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের বাস্তবায়ন শুরু করেন। বঙ্গবন্ধু দেশকে স্যাটেলাইট যুগে প্রবেশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩ বছর পর বঙ্গবন্ধুর নামে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে তাঁর আকাঙ্খারই বাস্তবায়ন করেন।

শনিবার ভার্চুয়ালি ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে কফি টেবিল বই ‘দ্য কান্ট্রি দ্যাট লিভড-ফিফটি ইয়্যার্স অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ ডিজিটাল বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এস/এ