কোহলির জায়গায় পৌঁছাতে অনেক দূর যেতে হবে বাবর আজমকে: সালমান বাট

কোহলির জায়গায় পৌঁছাতে অনেক দূর যেতে হবে বাবর আজমকে: সালমান বাট

স্পোর্টস ডেস্ক : বাবর আজম ভালো ক্রিকেটার, তবে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পাকিস্তান অধিনায়কের কোনো তুলনাই হয় না। এমনটাই দাবি পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের। নিজের ইউটিউব চ্যানেলে কোহলি ও বাবরের তুলনা প্রসঙ্গে বাট ইঙ্গিত করেন, কোহলির জায়গায় পৌঁছাতে হলে এখনো অনেক দূর যেতে হবে বাবর আজমকে।

তবে এও বলেছেন, বাবরকে সঙ্গ দেওয়ার মতো খেলোয়াড় নেই পাকিস্তান দলে। সে কারণেই ভালো খেলা সত্ত্বেও সমালোচনা হজম করতে হয় বাবরকে। বাট বলেন, বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কোনো তুলনাই হতে পারে না। ভারত অধিনায়ক অত্যন্ত অভিজ্ঞ, বাবর সেখানে তুলনায় সবে মাত্র শুরু করেছে।

পাকিস্তানের অধিনায়ক ভালো খেলছে, তবে ওকে এখনো অনেক দূর যেতে হবে। বাট আরো বলেন, দলের মধ্যে তেমন কারো সমর্থন পায় না বাবর, যেটা ওর ব্যক্তিগত পারফরম্যান্সকে ম্যাচ উইনিং পারফরম্যান্সে পরিণত করতে পারে। কোহলির চারপাশে অসাধারণ সব ক্রিকেটাররা রয়েছে।

কোহলি ব্যর্থ হলেও ভারত ম্যাচ জিততে পারে। কারণ, বাকিরাও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।
এস/এ