আইনশৃঙ্খলার পাশাপাশি হেফাজতে ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ

আইনশৃঙ্খলার পাশাপাশি হেফাজতে ইসলামকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ শুরুর পর মূলত রাজনীতিতে কিছুটা ভাটা পড়েছে। এ থেকে বাদ নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। তবে গত মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম তাণ্ডব চলায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।

এরই প্রেক্ষিতে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে রাজনৈতিকভাবে হেফাজতকে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ।

ইতোমধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গেও হেফাজতে ইসলামকে কি উপায়ে মোকাবেলা করা যায়, তা নিয়ে আলোচনায় হয়েছে। ১৪ দলের সব নেতারাই মনে করেন, আইনশৃঙ্খলার পাশাপাশি রাজনৈকিভাবেই হেফাজতে ইসলামকে মোকাবেলা করার কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করেন, সারাদেশে যেহেতু করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে। লকডাউন শেষ হলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও হেফাজত বিরোধীদের সঙ্গে নিয়ে মাঠে নামবে। যে কোনো মূল্যে হেফাজতকে নিস্ক্রিয় করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে বলেছেন, দেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ করে হেফাজতে ইসলামের সাম্প্রদায়িক রাজনীতি প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, দেশে এখন স্বাভাবিক অবস্থা নেই, লকডাউন চলছে। করোনা সংক্রমণ কমলেই ১৪ দলের সঙ্গে আলোচনা করে শিগগিরই মাঠে নামবে আওয়ামী লীগ।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে হেফাজতকে মোকাবেলায় মাঠে নামবে ১৪ দল।

স/এষ্