হেলেনা জাহাঙ্গীর ৩ দিনের রিমান্ডে, তদন্ত করবে দুদক

হেলেনা জাহাঙ্গীর ৩ দিনের রিমান্ডে, তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে বহিঙ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন।

এদিকে হেলেনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকলে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এছাড়া বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় আরও একটি মামলা করেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, একটি ক্যাঙ্গারুর চামড়া, একটি হরিণের চামড়া, দু’টি মোবাইল ফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, দু’টি ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার সরঞ্জাম ৪৫৬টি চিপস উদ্ধার করা হয়।
এস/এ