মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ উৎসব, কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকা

মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশ উৎসব, কেজি প্রতি ১ হাজার ৩০০ টাকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ২৯ আরৎ আর ২০০ বিক্রেতা খোলা মাঠেই ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। যেন ইলিশের মেলা বসেছে। কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ছুটে এসেছেন ক্রেতারা। ভরা বর্ষায় এত ইলিশের সরবরাহ সত্ত্বেও দাম নামছে না। তাই ক্রেতাদের আক্ষেপ। তবে ভালো দামে বেশি বেশি ইলিশ বিক্রি করে খুশি বিক্রেতা।

মুন্সীগঞ্জের পদ্মা পাড়ের মাওয়া মৎস্য আড়তে রূপালি ইলিশের কমতি নেই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। রাজধানীসহ নানা অঞ্চলের মানুষের পদচারণা।

দেখা গেছে, বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকা কেজিতে। সাড়ে ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়।

জেলেরা বলেন, ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া যাচ্ছে।

ক্রেতারা বলছেন, ইলিশ মাছের প্রচুর দাম।

আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। এজন্যই ইলিশের দাম কমছে না। এখন এক দিনে যে ইলিশ বিক্রি হচ্ছে। এর আগে এক মাসেও তা বিক্রি হয়নি।

মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস বলেন, দুই ঘণ্টার বেচাকেনার ওপর নির্ভরশীল হাজার মানুষের রুটি রুজি। তাই জায়গাটি যদি ভালো করে পাকা করে দেওয়া হলে ভালো হয়। এতে করে সুন্দর পরিবেশে মাছ বিক্রি করা সম্ভব হবে।
এস/এ