ডাক

                           ডাক
                  সুদীপ চন্দ্র হালদার 
 
মানুষে মানুষে এই ভেদ কে আনিল রে,
জীবসত্ত্বার পূর্ণতায় মনুষ্যত্বের বিকাশে যে মানুষের ধর্ম,
ফেলিয়া সেই কল্যাণময় মঙ্গলময় সৃষ্টিশীল মানব ধর্ম,
উচ্চকিত সবে আজ ভেদাভেদ গোড়ামিতে অহরহ।।

সত্য-সুন্দর ও শুভ্র চেতনাময় শাস্ত্রবিধির যে ধর্ম,
করুণাময়ের সন্তুষ্টি, জগতের কল্যাণে যার উৎকর্ষ,
না বুঝিয়া সে সব-হানিছে মানুষ, জ্বলিছে জগত,
এ কি প্রানেশ্বর এর পুষ্পাধিক পবিত্র শাস্ত্রবিধির মর্ম।
না মানিয়া বেদ-গীতা, মূর্খ ভন্ড করিল অপব্যাখ্যা,
ভাতের হাড়ির ধর্ম আর জাত পাতের উঁচু নিচুর মহাব্যাখ্যায় ডুবিল হিন্দু, ব্যথিত হইল জগত;
কাঁদিল শ্রী কৃষ্ণ-শ্রী চৈতন্য-স্বামী বিবেকানন্দ।।
শিয়া-সুন্নীর দ্বৈরথ আর মাজহাব শ্রেষ্ঠত্বের
নিরন্তর ব্যাখ্যায় ছাড়িয়া কল্যানময় শুভ কর্ম,
আকিদা-ঈমানের ভেদ ব্যাখ্যায় ভুলিল
‘আশরাফুল মাকলুকাত’, ডুবিল মুসলিম।
প্রোটেস্ট্যান্ট বলিল শুধুই ঈশ্বর যীশু আর প্রত্যাদেশ,
ক্যাথলিক কহিল রহিছে তো আরও বহুত সন্তু-সাধু,
সার্বজনীনতায় তবে কি যাইবে যীশুর পবিত্র ধর্ম মম,
সাদা-কালো, ক্যাথলিক-প্রোটেস্ট্যান্ট ডুবিল খ্রিষ্টান।।
ধ্বংসাত্মক শ্রেষ্ঠত্বের জয়গান চলিছ, নহে মানবতার;
মানুষ মারার আয়োজনে ট্রিলিয়ন ডলারের মহোৎসব, দয়াময় দিলেন নির্মল বাতাস-সবুজ শস্যময় ধরা যেথা
পাখির কলকাকলিমুখর আনন্দময়, পৃথিবী সবার।।
পরমাণু বোমায় ধ্বংসাবশেষ হিরোশিমা নাগাসাকি,
আলপিনের ডগায় বোমা ফেলতে বিমান বি-স্টেলথ,
শত্রুর বিনাশে মহাশক্তিশালী একে-১০৭ রাইফেল,
স্রষ্টার পৃথিবী খন্ড বিখন্ডে এস-৪০০ মিসাইল ডিফেন্স।
এলান কুর্দি সাগরপাড়ে পড়ে থাকে, হরিদাস মরে
পাকির বেয়নেটের খোচায়, লুঙ্গি পরীক্ষার পরিনামে;
মধ্যপ্রাচ্যে মানবতা ডুকরে কাদে, বালকের উন্মত্ত চিৎকারময় দৌড়ে, জননী যে তার শত্রুসেনার জিপে।
মানুষ মারিয়া, প্রকৃতি বিনাশে তোমার বড্ড অহংশক্তি,
করোনা বলিল-দেখাও শক্তি, এসো হে মহারথী;
আমি বিরাট শিশুর এক অতিক্ষুদ্র গায়েবী শক্তি!
ধরাশায়ী মহারথী, এইতো আয়োজন, এইতো শক্তি!
করোনা শুধায় করো-না কিছু হে সৃষ্টির শ্রেষ্ঠ,
বাঁচানোর লাগি মানবেরে, ছাড়িয়া মারিবার অস্ত্র,
হিংসা ছাড়ি ধরিয়া হৃদয়ে মানবতার জয়গান,
মানুষ ধ্বংসের আয়োজন ছাড়ি বাঁচাবার আয়োজন।।
গোড়ামির পরিহারে মানুষে মানুষে ভালবাসার উৎসব,
ধ্বংস-বিনাশের উন্নাসিকতা ছাড়ি সৃষ্টির উল্লাস,
প্রকৃতির প্রতি অনাচার ছাড়ি নির্মল বায়ুর সবুজবীথি,
হৃদপদ্মে হায়েনা বৃত্তি ছাড়িয়া মনুষ্যত্বে বিকশিত মানুষ।
এইতো গড়ার ডাক দিয়াছেন অতি সুমহান তিঁনি।।