জাতীয় শোক দিবস পালনে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ পালনে সবাইকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে একটি গাইডলাইন তৈরি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
বুধবার এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান স্থলের প্রবেশ ও বাহির পথ পৃথক ও নির্দিষ্ট করতে হবে। এক সঙ্গে ১৫-২০ জনের বেশি মানুষ প্রবেশ করতে পারবেন না। আগত ব্যক্তিবর্গ নির্দিষ্ট দূরত্ব (৩ ফুট বা কমপক্ষে ২ হাত) বজায় রেখে লাইন করে সারিবদ্ধভাবে প্রবেশ করবেন এবং শ্রদ্ধাজ্ঞাপন শেষে বের হয়ে যাবেন।
সমাবেশে আগত সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশ পথে হ্যান্ডস্যানিটাইজার সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন না। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
আলোচনা সভা বা মিলাদ মাহফিলে জনসমাগম যথাসম্ভব কম রাখতে হবে। অনুষ্ঠানে আসা সবার জন্য সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা যেতে পারে। সম্ভব না হলে হ্যান্ডস্যানিটাইজারের সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করতে হবে।
এস/এ