ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা টিকা গ্রহণেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা টিকা গ্রহণেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির বিভাগ এবং করোনার টিকা গ্রহণেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

বুধবার দুপুরে সরেজমিন ওই হাসপাতালের বহির বিভাগে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও করোনার টিকা নিতে আসা লোকজনের প্রচণ্ড ভিড় দেখা যায়। এ অব্যবস্থাপনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন সংক্রামিত হওয়ার আশঙ্খা দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বহির বিভাগে চিকিৎসা নিতে আসেন ২১০জন রোগী। এবং করোনার টিকা গ্রহণ করেন ৩৯৩জন।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চিকিৎসা সেবা ও টিকা গ্রহণের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরুল হুদা খানের সাথে কথা হলে তিনি বলেন, হাসপাতালে ডাক্তার ও কর্মচারি সংকটের কারণে আমরা নিজেরাই নিরোপায়।

তিনি আক্ষেপ করে আরো বলেন একজন ইউএনওর নিরাপত্তার জন্য ১৫জন আনসার থাকতে পারে কিন্তু এ মহামারীতে হাসপাতালের শৃঙ্খলা আনায়নে জনস্বার্থে এমন কোন ব্যবস্থা নেই।
এস/এ