মেঘলা দিন

সুদীপ চন্দ্র হালদার
সুদীপ চন্দ্র হালদার

——–মেঘলা দিন

——–সুদীপ চন্দ্র হালদার
মেঘলা দিনে একলা, উদাসীন চিত্তে উদাসী ভাবনা,
মেঘমালা মেলেছে ডানা, ছুটছে নিরন্তর অসীমে;
ক্ষণে ক্ষণে গর্জন, চমকিত পুলকিত হৃদয়;
সূর্যি মামা আজ ছুটিতে হয়ে শ্রান্ত-ক্লান্ত।
উথাল-পাতাল হাওয়া যেন পাগলীর নৃত্য,
উদাসী ঝাউবন যেন আজ স্নিগ্ধ-প্রানবন্ত,
বিরহী প্রেয়সীর মনে আজ মিলন ব্যাকুলতা,
রোমান্টিক যুবকের কন্ঠে রূপসীকে দেখে আজ
জাগে প্রেমের ছন্দ ‘আকাশ এত মেঘলা,যেও নাতো’..।
ভাবুক আজ ভেবে অধীর দেখে প্রকৃতির লীলাখানি,
ব্যর্থ প্রেমিক আজ পড়ে ‘শেষের কবিতা’ খানি,
কৃষকচিত্ত যে আজ বেদনাসিক্ত, রক্ততুল্য ঘাম ঝরা
শ্রমের ফসল আসবে তো তার আঙ্গিনায়।
কিষাণীর হৃদয়ে জাগে আজ প্রেম ব্যাকুলতা,
প্রিয় যে তার মাঠে, ফিরবে কি কালো মেঘের কান্নার আগে।
কিশোরের দুরন্তপনার দৌরাত্ম্যে উৎফুল্লিত আজ গ্রাম,
বরষার আগমনী প্রত্যাশায় উজ্জীবিত কিশোরীর হৃদয়।
পাখির কলকাকলি দিকে দিকে, নীড়ের পথে তারা,
কবি যে হৃদয় পটে আঁকে নতুন প্রেমের কবিতা।
এস/এ