কোটালীপাড়ায় ব্রাইট স্টার কম্পিউটর ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ
গোপালগঞ্জ, কোটালীপাড়া প্রতিনিধি, সমীর রায়: উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় করোনা রুগীদের অক্সিজেন.ঔষধ,খাদ্য সহ বিভিন্ন সামগ্রী পৌছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘টিম লাইফ’।
রোববার দুপুরে পিপিই ,মাস্ক ,হ্যান্ড স্যানটিাইজার সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলেদেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাইট স্টার কম্পিউটর ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ হাজরা,সাধারন সম্পাদক চৌধুরী শামীম আহমেদ (বাবু) ,বাদশা মাহমুদ ,মিলন হাজরা,দীপক ভট্টাচার্যসহ অনেকে।

বুলবুল আহম্মেদ হাজরা বলেন, করোনার এই সময়ে ক্লাবের পক্ষ থেকে করোনা প্রতিরোধ সামগ্রী দিয়েছি। যতদিন করোনা থাকবে, ততদিন আমরা মানুষের পাশে থাকবো।
এস/এ