ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহে আহত ৩ জন

ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহে আহত ৩ জন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহে ৩জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার টংটংগীয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

জানা যায়, টংটংগীয়া গ্রামের এদাদুল হকের সাথে একই গ্রামের ফাতেমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছে। ঘটনার দিন ফাতেমাকে তার স্বামী মারধর করে।

পরে ফাতেমার চাচা আ: ছালাম বিবাদ মিমাংশায় গিয়ে ফের কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে আ: ছালাম তরিকুল ইসলাম ও মিজানুর রহমান আহত হয় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছালামে অবস্থা অশঙ্খা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় হাবিবুর রহমান বাদি হয়ে ৮জনকে আসামী করে মামলা দায়ের করেন।

পুলিশ সোহেল মিয়া ও মাজেদ আলীকে আটক করেছে বলে ওসি আব্দুৃল কাদের মিয়া নিশ্চিত করেন।
এস/এ