নির্বাচন কমিশনের ১৬০ কর্মী করোনায় আক্রান্ত, মৃত্যু ৭

নির্বাচন কমিশনের ১৬০ কর্মী করোনায় আক্রান্ত, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে এ পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন সাতজন। রোববার এ তথ্য জানিয়েছেন ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজই ইসির দুজন মারা গেছেন। তারা হলেন, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন ও ইসির কর্মী মোহাম্মদ এনামুল হক। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসির সাত কর্মকর্তা-কর্মচারী মারা গেলেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত নির্বাচন কমিশনের মোট ১৬০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন। বাকিরা কেউ হাসপাতালে আবার কেউ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ইসির যুগ্মসচিব বলেন, নারায়ণগঞ্জ বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালিগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের সাবেক সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এস/এ