চলতি বছর দ্বিতীয় দফায় ইউরোপে যাচ্ছে সাতক্ষীরার আম
সাতক্ষীরা প্রতিনিধি : শুক্রবার সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার কৃষক হাফিজুর রহমানের আম বাগান থেকে ৪ হাজার কেজি হিমসাগর সংগ্রহ করা হয়।
ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডে রপ্তানির জন্য এনএইচবি কর্পোরেশন ও তাশফিক ইন্টারন্যাশনাল নামে দুটি প্রতিষ্ঠান এসব আম ক্রয় করে।
রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
এর আগে ৮ মে ৫০০ কেজি গোবিন্দভোগ আম ইতালিতে রপ্তানি করা হয়।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ‘সফল’ প্রকল্প নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় সাতক্ষীরা থেকে আম রপ্তানি করা হচ্ছে।
সাতক্ষীরা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টন।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, করোনাকালীন সময়েও প্রায় ৫০০ টন বিভিন্ন জাতের আম রপ্তানি করা যাবে বলে আশা করা যাচ্ছে।
স/এষ্