আজ প্রথম টি-টোয়েন্টিতে বিকাল চারটায় মাঠে নামছে বাংলাদেশ

আজ প্রথম টি-টোয়েন্টিতে বিকাল চারটায় মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: জয়ের ধারাবাহিকতা অব্যহত রাখতে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারারে স্পোর্টস ক্লাবে শুরু হতে যাচ্ছে। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট জয়ের মধ্য দিয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। সর্বশেষ তিন একদিনের সিরিজ নিজেদের করে আত্মবিশ্বাসে টিম টাইগার্স। এবার টি-টোয়েন্টিতে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় টিম বাংলাদেশ।

জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ একদিন এগিয়ে এসেছে। সম্প্রচার প্রতিষ্ঠানের লজিস্টিক জটিলতায় কারণে দুই বোর্ডের সম্মতিতে সূচিতে এসেছে এই বদল। জিম্বাবুয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫টি করে এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।

বিশ্বকাপকে মাথায় রেখে সাকিব নিজেও প্রস্তুতি শুরু করেছেন আগে থেকে। দেশের খেলা বাদ দিয়ে খেলতে গিয়েছিলেন আইপিএলে। এখন জিম্বাবুয়ে সিরিজ থেকেও ভালো স্মৃতি নিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চান তিনি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সিরিজই। এখন হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে দলে। দলের সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করা হবে। একই সময় ভালো ফলাফল হলে দলের আত্মবিশ্বাস বাড়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে তুলনামূলক সহজ প্রতিপক্ষদের সঙ্গে লড়বে মাহমুদউল্লাহর দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও বিশ্বকাপের সহ-আয়োজক ওমান। এই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। যাকে বলা হচ্ছে সুপার টুয়েলভ।

সুপার টুয়েলভ নিশ্চিত করলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এবং নিউজিল্যান্ড ও আফগানিস্তান। সামনে কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের শুরুটা হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। বিভিন্ন পজিশনে বিভিন্ন খেলোয়াড়কে বাজিয়ে দেখে তাদের পরীক্ষা নিয়ে সেরা কম্বিনেশন সাজানোর এইতো সুযোগ বাংলাদেশের।
এস/এ