২০০ তম ম্যাচে শূণ্যরানে আউট হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নাম লেখালেন লারা-গিলক্রিস্ট-মালিক-রাজ্জাকদের পাশে
স্পোর্টস ডেস্ক: নিজের দুইশতম ওয়ানডে ম্যাচে অনেকদিন পর বল হাতে ২ উইকেট নিয়ে রাঙিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ব্যাট হাতে একেবারেই ব্যর্থ। কোনও রান না করেই ফিরলেন সাজঘরে। সেটাও গোল্ডেন ডাক, মানে প্রথম বলেই আউট।
হারারেতে ২৯৯ রানের লক্ষ্যে নেমে তামিম দারুণ সেঞ্চুরিতে জবাব দিয়েছেন। তবে এদিন টিরিপানোকে প্রথম বলেই উইকেট উপহার দেন মাহমুদউল্লাহ। একটু ভেতরে ঢোকানো বলে ব্যাট লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০তম ম্যাচ খেলতে নামলেও ব্যাট হাতে রাঙাতে পারলেন না মাহমুদউল্লাহ। দীর্ঘ পথ হতাশ হয়ে ফিরতে হয় তাকে।
অবশ্য নিজের ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে ডাক মারা একমাত্র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ নন। এর আগে ৮ ক্রিকেটার এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজেদের জড়িয়ে নিয়েছেন। সবার আগে এমন রেকর্ডে নাম লেখান শ্রীলঙ্কার রোশান মোহানামা। ভারতের বিপক্ষে ১৯৯৮ সালে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলতে নেমে ডাক মারেন।
৪ বছর পর ব্রায়ান লারা নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে একই আক্ষেপকে সঙ্গী করেন। এরপর অ্যাডাম গিলক্রিস্ট, ক্রিস ক্রেইনস, আব্দুর রাজ্জাক, হরভজন সিং, শোয়েব মালিক ও মার্লন স্যামুয়েলস নিজেদের ২০০তম ওয়ানডে খেলতে নেমে রানের খাতা খুলতে পারেননি।
তবে তাদের মধ্যে গোল্ডেন ডাক পেয়েছেন তিনজন। এই ছোট্ট তালিকায় মাহমুদউল্লাহর সঙ্গী রোশান ও রাজ্জাক। – ক্রিকবাজ
এস/এ