বিজিআর চাল বিতরণ করলেন সাহাব উদ্দিন হালাদার সুরু মিয়া

বিজিআর চাল বিতরণ করলেন সাহাব উদ্দিন হালাদার সুরু মিয়া

ঝালকাঠি প্রতিনিধি: মঙ্গলবার পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে গরীব দুঃখী অসহায় মানুষকে প্রধান মন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া উপহার “বিজিআর” চাল বিতরণ করছেন,ঝালকাঠি জেলা,রাজাপুর উপজেলার বড়উয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন সুরু মিয়া। এ সময় বড়উয়া ইউনিয়নের ১৩৭৫ জন হত দরিদ্রের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বড়ইয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার।

সাহাব উদ্দিন হাওলাদার সুরু মিয়া বলেন, প্রধন মন্ত্রীর দেয়া এ উপহার গরীবের মধ্যে যথযথ ভাবে দেয়ার চেষ্টা করেছি। কেননা এই “বিজিআর” উপহার সামগ্রী একান্ত ভাবেই অসহায় মানুষেরই হক।
এ সময় তিনি বলেন, আলহাজ আমির হোসেন আমু এম পি ও বড়ইয়া ইউনিয়নের মানুষ অমার উপর যে দায়িত্ব দিয়েছে তা যেন আমি যথাযথ ভাবে পালন করতে পারি।

বড়ইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মাইনুল ইসলাম কবির বলেন,যে সমস্থ মানুষ আমাকে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করেছেন তাদের চাহিদা পুরাণ করার চেষ্টা করব। এ সময় নীজ অর্থায়নে আরো ১০০ কেজি চাল বিতরণ করেছেন মাইনুল ইসলাম কবির।

সরেজমিনে সুবিধাভোগীদের সাথে আলাপ করলে তারা জানায়, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের চাল বিতরণ সুস্থ হয়েছে আমাদের উপর ১০ কেজি বরাদ্দকৃত চালের ১০ কেজিই পেয়েছি। যা অতীতে পেতাম কখনো ৭ কেজি কখনে পাঁচ কেজি।
এস/এ