গীতাঞ্জলির আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন উত্তরা জনপদের প্রায় দুইশতাধিক সংস্কৃতিকর্মী
নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক আয়োজিত করোনা মহামারিতে কষ্টে থাকা ঢাকা মহানগরের উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত শিল্পী ও সংস্কৃতি কর্মীদের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী ও আর্থিক প্রণোদনা প্রদানের ২৯ তম পর্ব রোববার শেষ হয়েছে। ২০২০ সালের মার্চ থেকে এইকার্যক্রম ধারাবাহিক ভাবে চলে আসছে।
উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি উপস্থিত থেকে সংস্কৃতি কর্মীদের হাতে এসব উপহার তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহম্মেদ, উত্তরা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর, আফসার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানা আওয়ামী এর সাধারণ সম্পাদক মতিউল হক, উত্তরা ১নং ওয়ার্ড আওয়ামী এর সভাপতি সালাউদ্দিন আহম্মেদ ও বিশিষ্ট সমাজকর্মী হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আমিন মিঠু। অনুষ্ঠানের ঢাকা মহানগর উত্তর জনপদে বসবাসরত শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে অবলম্বন করে যে সকল শিল্পী ও সংস্কৃতিকর্মী জীবন ও জীবিকা নিবার্হ করেন তাদের নিয়ে বৃহৎ সংগঠন উত্তরা আর্টিস্ট এসোসিয়েশন এর উপদেষ্টা হিসেবে ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান সর্বদা পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন।
স/এষ্