সাবেক এমপি আউয়ালের ভাড়াটে কিলার মানিক র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার রাতে মিরপুরের ইষ্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দীনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার ৫ নম্বর আসামি মানিক। একটি ভিডিও ফুটেজে তাকে দেখা যায় সাহিনুদ্দিনকে নৃশংসভাবে চাপাতি দিয়ে আঘাত করতে দেখা যায়।
র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল বলেন, বৃহস্পতিবার রাতে তথ্য আসে সাহিনুদ্দিন হত্যায় জড়িত মানিকসহ কয়েকজন ঢাকা থেকে পালানোর জন্য মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থান নেয়।
র্যাব-৪ এর দল সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মানিকসহ তার সঙ্গীরা। র্যাবও পাল্টা গুলি ছোড়লে ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
স/এষ্