টিসিবি’র পণ্য কিনছেন নিম্ন আয়ের মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
বিশেষ প্রতিনিধি: করোনা সংক্রমণ ও ঈদ-উল-আযহাকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীসহ সারাদেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে পণ্য কিনছেন নিম্ন আয়ের মানুষ। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে ঈদ। ফলে চোখে মুখে অন্ধকার দেখছেন বলে জানিয়েছেন টিসিবির পণ্য কিনতে আসা সাধারণ মানুষ।
শনিবার রাজধানীর মিরপুর, রামপুরা, তেজগাঁও, জাতীয় প্রেসক্লাবে সামনেসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে টিসিবির ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভীর। তারা রোদকে উপক্ষো করে কম দামে পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন। একই সঙ্গে এই দীর্ঘ লাইনে একে অপরে গা ঘেষে দাড়িয়ে রয়েছেন। অনেকের মুখে নেই মাস্ক। আর মাস্ক থাকলেও তা থুতনির নিচে রয়েছে। মান হচ্ছে না স্বাস্থ্য বিধি।
টিসিবির পণ্য কিনতে আসা সাবেরা বেগম বলেন, শুনেছি টিসিবি কম দামে তেল, ডাল, চিনি বিক্রি করছে। বাজারে গেলে অনেক বেশি দাম। তাই কষ্ট করছি। সকাল ১০টায় এসেছি। কিন্তু ট্রাক এসেছে ১২টায়। এই রোদের মধ্যে লাইনে দাড়িয়ে আছি দীর্ঘক্ষণ।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, করোনা সংক্রমণ ও সামনে ঈদ তাই টিসিবি পণ্য বিক্রি করছে। যেহেতু কম দামে পণ্য পাওয়া যায়, তাই নিম্ন আয়ের মানুষ বেশি আসেন। আমাদের সাধ্য মতো চেষ্টা করছি।
তিনি বলেন, গত ৫ জুলাই থেকে সারাদেশে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে। এটি আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে। ট্রাকসেলে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুরের ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে পাওয়া যাচ্ছে।
এস/এ