বিশাল ব্যবধানে জিতে সিরিজ শুরু করলো বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশাল ব্যবধানে জিতে সিরিজ শুরু করলো বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে চাকাভার ৫৪ রান ছাড়া অন্যরা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সাকিবের ৫ উইকেটের দিনে ২৮.৫ ওভারে ৯ উইকেট হারায় জিম্বাবুয়ে। মুরামা আহত হয়ে মাঠে না নামার ফলে ১৫৫ রানের জয় পায় বাংলাদেশ।

টেইলরের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব আল হাসান।

২১৩ ওয়ানডেতে সাকিবের উইকেট ২৭৩টি। শীর্ষে উঠতে সাকিব পেছনে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফি ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট পেয়েছেন। সাইফুদ্দিন, তাসকিন ও শরিফুল ১ টি উইকেট নিজেদের করে নেয়। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৬ জয়ের সুখস্মৃতি নিয়ে শুক্রবার টসে হেরে ব্যাটিং করেত মাঠে নামে টিম টাইগার্স।

লিটন দাসের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে (১০২) ভর করে ৯ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ২৭৬।

দিনের শুরুটা মোটেও ভাল ছিল না। ০ রানে তামিম আউট হয়ে দেশের পক্ষে সর্বচ্চো শূণ্য রানে আউট হবার রেকোর্ড নিজে নামে করেন। সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫ রানে আউট হলে বিপদে পড়ে যায় লাল-সবুজ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে ৯৫ রানের জুটি গড়ে বিপদ মুক্ত করেন লিটন দাস ও মাহমুদউল্লাহ।

শেষ দিকে আফিফ ৪৫ রান করলে লড়াকু সংগ্রহ পেয়ে যায় তামিমরা। জিম্বাবুয়ের পক্ষে লুকি জাঙ্গী ৩ ও মুজারাবানির ২ উইকেট তুলতে সক্ষম হয়।
এস/এ