জেবুন্নেসাকে নিয়ে সংবাদ প্রকাশ না করতে তথ্যমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

জেবুন্নেসাকে নিয়ে সংবাদ প্রকাশ না করতে তথ্যমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে শারীরিকভাবে হেনস্তা করা ভিডিও ও ছবিতে থাকা ওই নারী স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম নন।

এমনটাই দাবি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে জেবুন্নেসা বেগমকে নিয়ে যেন সংবাদ প্রকাশ না করা হয়, সেজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যাকে জেবুন্নেসা হিসেবে প্রচার করা হচ্ছে, তিনি প্রকৃতপক্ষে জেবুন্নেসা নন। এ ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম সামাজিকভাবে মর্যাদাহানির শিকার হচ্ছেন।

রাষ্ট্রের একজন কর্মকর্তা এবং সাধারণ নাগরিক হিসেবে এতে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনের মর্যাদাহানি হচ্ছে। এ কারণে অনতিবিলম্বে বিষয়টি সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম সম্পর্কে অসত্য সংবাদ, ছবি বা ভিডিও ক্লিপ প্রচার করা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হলো।

জেবুন্নেসার স্বামী মামুন আল রশিদ কাজী বলেন, ভিডিওতে দেখানো হচ্ছে যে, একজন নারী রোজিনা ইসলামের গলায় হাত দিয়েছেন। ওই নারীর পরিচয় আপনারা আগে জানুন। তিনি সেখানকার একজন ‘এও’ (প্রশাসনিক কর্মকর্তা)। আর তাকেই জেবুন্নেসা বলে দুনিয়ায় রটনা হয়ে গেছে। এত বড় একটি ঘটনা, এটি আগে যাচাই করতে হবে।

স/এষ্